আহসান হাবীব সুমন
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে আইএস জঙ্গি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন পালন করেছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সর্বস্তরের শিক্ষক সমাজ। সোমবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে মাঠে স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক কমকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তরা ড. মুনতাসীর মামুনকে হত্যার হুমকির সাথে জড়িতদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী, উপাধ্যক্ষ সোলায়মান মিয়াজী, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শ্রীরামপুর মাদ্রসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ।

