দেশের অগ্রযাত্রার কারণে আজ আমরা মধ্যম আয়ের দেশ : ড. শামছুল হক ভূঁইয়া এমপি

ফরিদগঞ্জে সৃজনে উন্নয়নে শীর্ষক অনুষ্ঠানে 

ফরিদগঞ্জ ব্যুরো :
সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, আমি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ফরিদগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে চলেছি। ইতোমধ্যেই অনেক উন্নয়ন আজ দৃশ্যমান। কিন্তু আমাদের আরো কিছু উন্নয়ন প্রয়োজন বাকি রয়ে গেছে। সহসাই ফরিগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু হবে। আগামিতে আমার পরিকল্পনার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মরা ডাকাতিয়াকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র করা। ইতোমধ্যেই আমরা একটি প্রকল্প জমা দিয়েছি। আশা করছি নতুন সরকার এসে তা বাস্তবায়ন শুরু করবে। এসব কিছু বাস্তবায়ন করতে আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার সকালে ফরিদগঞ্জে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় একথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা প্রায় ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আজ পৃথিবীজুড়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের অগ্রযাত্রার কারণে আজ আমরা মধ্যম আয়ের দেশ। কিন্তু এখানেই থেমে গেলে চলবে আমাদের উন্নত দেশের সারিতে নিজেদের পৌঁছাতে হবে। সেজন্য প্রয়োজন ধারাবাহিকতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মুজমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রিনা নাসরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
এদিকে এর আগে সকালে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সব কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বিগত সময়গুলোতে তার উন্নয়ন কর্মকা-ে সার্বিক সহযোগিতার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা ও রিনা নাসরিন, ইউএইচও ডা. জাহাঙ্গীর আলম শিপন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মুজমদার প্রমুখ।