নবরূপ পাঠাগারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড় কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নবরূপ পাঠাগারের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুুমন।
এসময় তিনি বলেন, আমাদের দেশের সব বিত্তবান নাগরিকরা যদি নবরূপ পাঠাগারের মতো অসহায় মানুষজনের পাশে দাঁড়ায় তাহলে সমাজে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে। তিনি আরো বলেন, দশের লাঠি একের বোঝা। আমরা যদি ১০ জনে একজনকে সাহায্য করি তাহলে দারিদ্র্যতা দূর হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে অসহায়দের পাশে দাঁড়াই।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন নবরূপ পাঠাগারের সভাপতি পিএম বিল্লাল হোসেন, সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোহাম্মদ উল্যাহ ও রহমত উল্যাহ, আব্দুস সামাদ খান রাজন, দৈনিক ইল্শেপাড়ের ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার আবরার হোসাইন, সাংবাদিক নুরে আলম খানসহ অতিথিবৃন্দ।