সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিকে নানা সমস্যার মধ্যে দিয়ে চলছে সেবা প্রদান। প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতা স্বত্বেও কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের সেবা দিয়ে আসছেন দায়িত্বরতরা। ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সম্প্রতি সমস্যার অন্তঃ নেই। কমিউনিটি ক্লিনিকের শুরু থেকে এ পর্যন্ত সুনামের সাথে আশপাশের রোগীদের সেবা দিয়ে থাকলেও এখন সমস্যার যেন কমতি নেই। মফস্বলের ভেতরে এ ক্লিনিকটি হওয়ায় জেলা ও উপজেলার দায়িত্বরত ব্যক্তিদের অন্তঃরালে রয়েছে এ ক্লিনিকটি। ক্লিনিকের সভাপতিসহ অন্যান্য সদস্যরা ও পদ-পদবির ভেতরেই রয়েছে। ক্লিনিকের উন্নয়নের জন্য যোগাযোগের অনেক ঘাটতি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করে প্রাথমিক ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ২৯ রকমের ঔষুধের ব্যবস্থা করেন। গ্রামের সাধারণ মানুষ বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা পেয়ে সন্তুষ্ট থাকলেও এখন কমিউনিটি ক্লিনিকের অবস্থার জন্য চরম আতংকে রয়েছে সেবা প্রত্যাশীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিকে এখন নানামুখী সমস্যা। ক্লিনিকের ভবনের ছাদ ও জানালাগুলো মারাত্মকভাবে জরাজীর্ণ। সেবা প্রত্যাশী ও সেবাদানকারীর জন্য যে টয়লেটটি রয়েছে তাও এখন ব্যবহার অনুপোযুগী হয়ে পড়েছে। এখানেই শেষ নয়, কমিউনিটি ক্লিনিকে আগত মাতৃস্বাস্থ্য সেবা রুম ও আসবাবপত্রগুলো ব্যবহারের অনুপোযুগী হয়ে ভেঙ্গে-চুরে রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফ্লোর ফেটে গেছে। রোগীদের জন্য ঔষুধের আলমারিগুলোও ভেঙ্গে গেছে।
এছাড়া ক্লিনিকের চরপাশে বাউন্ডারী না থাকায় নেশাখোররা রাতের বেলায় ক্লিনিকের আশপাশে মাদক সেবনের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।
ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন প্রায় অর্ধশত রোগী সেবা নেয়। ভাটেরগাঁও, পাইকদি, ছোট শাহতলী, বড় শাহতলীসহ আশ-পাশের মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য এ ক্লিনিকে যাচ্ছে। দায়িত্বরত ব্যক্তিদের সেবায় আগত সেবা প্রত্যাশীরাও সন্তুষ্ট।
এ ক্লিনিকে সেবা নিতে আসা বৃদ্ধা আনোয়ারা বেগম বলেন, এখানে সঠিক সেবা পাওয়া যায়, দায়িত্বরতরাও অনেক ভালো। কিন্তু এখানে যে পরিবেশে চিকিৎসা সেবা দেয়া হয় তা অত্যন্ত নাজুক।
কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি মো. ওমর ফারুক বলেন, ক্লিনিকের দেয়ালে ফাঁটল, দরজা-জানালায় সমস্যা, মাতৃস্বাস্থ্য রুম, বাউন্ডারী, টয়লেটসহ অনেক সমস্যার মোকাবিলা করে প্রতিদিন চিকিৎসা সেবা দিয়ে আসছি। মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে আমাকে এখানে থাকতে হচ্ছে। এর ভেতরেই এলাকার সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি সমস্যাগুলোর কথা শুনেছি, প্রাথমিক সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বলেন, আমি গত সপ্তাহে সেখানে গিয়েছি, সমস্যাগুলো দেখেছি। বিষয়গুলো লিখিতভাবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তবে এসব বিষয়গুলো মূলত স্থানীয়ভাবে দেখাশুনা করে। তারা একটু নজর দিলেই এ সমস্যাগুলো সমাধান করা সম্ভব।
০৩ অক্টোবর, ২০১৯।