নারায়ণপুরে মহিলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মায়া চৌধুরীর দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আসমা আক্তার আঁখির সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহধর্মিণী এবং মতলব উত্তর-দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপুর সহধর্মিণী সুবর্ণা চৌধুরী বিনা, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ ও সদস্য শফিকুল ইসলাম স্বপন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, জমির হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মো. সাখাওয়াত হোসেন প্রধান, আব্দুল বাতেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মজুমদার, মনির হোসেন পাটোয়ারী, মো. কামরুজ্জামান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী সীমা সুফিয়ান, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাকন, জাহিদ খান বাবু, সদস্য জয়নাল হাজারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম সোহাগ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম জাহিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা লীগ সভাপতি মাওলানা কাউছার আহম্মেদ।