নুশরাতসহ সব নারী ও শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে


স্টাফ রিপোর্টার
নুশরাত জাহান রাফিসহ সব নারী-শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা যৌন হয়রানি নিমূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে ও ওয়াইডব্লিউসি’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের জোড়পুকুর পাড় ওয়াইডব্লিউসি স্কুলের সামনে স্কুলের কোমলমতী শিশুরা রাস্তায় দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
চাঁদপুর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁন দাস অসিতের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইলিয়াস, নির্বাহী সদস্য পাপড়ী বর্মন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য বেবী সাহা, ব্র্যাক জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন, নবরুপা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল হোসেনসহ সুশীল সমাজ, ওয়াইডব্লিউসি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তরা বলেন, নুশরাত জাহান রাফির মতো মেধাবী শিক্ষার্থী হত্যাসহ দেশের সব নারী-শিশু নির্যাতন ও হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। ভবিষ্যতে আর যেন কোন শিক্ষার্থীকে নির্যাতনের শিকার হয়ে হত্যা ও মৃত্যুবরণ করতে না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।