আহসান হাবীব সুমন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপ্রধানে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দিক-নির্দশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জিএম আতিকুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয় করতে হবে। প্রার্থী যে হোক, নৌকা সবার। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে নৌকা মার্কায় বিজয়ী করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
- Home
- প্রথম পাতা
- নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাদের সাথে বিশেষ বর্ধিত সভা
Post navigation

