স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার ওছমানিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটি নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে বলে মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং বডি সূত্রে জানা গেছে।
গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি তাফাজ্জল হোসেন চুন্নু বেপারী, দাতা সদস্য মুক্তিযোদ্ধা এনামুল হক শামীম, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা তাজুল ইসলাম, উপাধ্যক্ষ মুফতি বিএম মোস্তফা কামাল, গভর্নিং বডির সদস্য নকিব চৌধুরী, সাবেক কাউন্সিলর আসলাম গাজী, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বেপারী, সহযোগী অধ্যাপক তাহেরুল ইসলাম, সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোবারক হোসেনসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি তাফাজ্জল হোসেন চুন্নু বেপারী বলেন, এই মাদ্রাসাটি পুরাণবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ১শ’ বছরের পুরনো এই ধর্মীয় প্রতিষ্ঠানটি আমাদের বংশের মুরুব্বী মরহুম হাজি ওছমান বেপারীর অবদানে প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে ভবনের অভাবে ছেলে-মেয়েদের লেখাপড়ায় বিঘœ সৃষ্টি হচ্ছিলো। তাই মাদ্রাসার ক্ষুদ্র ক্ষুদ্র জমানো অর্থের মাধ্যমে ও মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা তাজুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিভিন্নজনদের সহযোগিতায় দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আল্লাহ যেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রতি সব সময় সহায় হোন।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা তাজুল ইসলাম বলেন, আমাদের এই প্রতিষ্ঠানের বোর্ড ফলাফল সন্তোষজনক। শিক্ষকমন্ডলীর আন্তরিকতার কারণেই ছেলেমেয়েদের বোর্ডে ভালো ফলাফল হচ্ছে। মাদ্রাসার ভবন না থাকায় তাদের লেখাপড়ায় খুব কষ্ট হচ্ছিলো। অবশেষে সরকারের আন্তরিক সহযোগিতায় আমরা একটি ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন মঞ্জুর পেয়েছি। যার কাজ চলমান রয়েছে। এছাড়া আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র করে জমানো নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবনের কাজ ধরেছি। যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতি বিএম মোস্তফা কামাল।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।