নবী নোমান
গতকাল সোমবার দুপুরে ২০১৯ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে মোট ১৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১২৪জন ও দাখিলে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। মোট ৪৪৬৪জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৮৫ জন পাস করেছে। পাসের হার ৯১.৯৫ ভাগ।
এর মধ্যে এসএসসিতে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২৫ জন, আদর্শ একাডেমী ১২জন, ফরিদগঞ্জ পাইলট বালিকা উবি ১০জন, মুন্সীরহাট উবি ৮জন, গল্লাক নোয়াব আলী উবি ৬জন, আষ্টা মহামায়া ও কালির বাজার মিজানুর রহমান ৬জন করে, হাজি মো. সেলিম ও গৃদকালিন্দিয়া বালিকা উবি ৫ জন করে জিপিএ-৫ পেয়েছে।
দাখিলে ১৭৪৯ মোট জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৪০ জন। পাসের হার ৮২.৩৩ ভাগ। এর মধ্যে হাঁসা ফাযিল মাদ্রাসা থেকে ৪জন, ইসলামপুর মাদ্রাসা ৩জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে এসএসসিতে শতভাগ পাস করেছে ২টি প্রতিষ্ঠান। গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় ও শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ করেছে। দাখিলে লড়াইচর হানিফিয়া মাদ্রাসা থেকে শতভাগ পাস করেছে।