ফরিদগঞ্জে গৃহবধূ মিশুর খুনির ফাঁসির দাবিতে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন


রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জে গৃহবধূ জাহেদা আক্তার মিশুর হত্যাকারী বখাটে সুজন খানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সামাজিক ও মানবিক উন্নয়ন সোসাইটি। গত বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের নেতৃত্ব প্রদান করেন সংগঠনের সভাপতি লায়ন মো. আল-আমিন।
মানববন্ধনে লায়ন আল আমিন এই নৃশংস হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘাতক সুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ফরিদগঞ্জে ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য সবাইকে সচেতন হতে হবে। জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা।
এসময় উপস্থিাত ছিলেন ইসমাইল হোসেন সিরাজী, শাহাবুদ্দিন ইমন, পারভেজ আল হাসান, আবুল কাশেম রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার ভোরে ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের চুরমুঘুয়া গ্রামের মৃত সেকান্তর মেম্বার বাড়ির মৃত সেলিম মেম্বারের মেয়ে জাহেদা আক্তার মিশুকে বখাটে সুজন খান নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ঘাতক সুজন খানকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

৩ আগস্ট, ২০১৯।