
আল আমিন ছৈয়াল
বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন বালুর মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরমোনাই পীর আলহাজ মাও. মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করিম।
তিনি তার বক্তব্য বলেন, ইসলাম অর্থ শান্তি, আর এই শান্তির দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে মুসলমানদের উপর অত্যাচার, যুলুম, নির্যাতন ও হামলার শিকার হতে হবে না। ইসলামী আন্দোলন ইবাদতের নিয়তে রাজনীতি করে।
তিনি আরো বলেন, মাহফিলে আজ যারা আসছেন তারা খুবই ভাগ্যবান, এখানে ইসলামের কথা, ইমান ও আমলের বিষয়ে কথা চলে। আমরা মহান আল্লাহ তায়ালার বান্দা, আমাদেরকে পাঠিয়েছেন তাঁর ইবাদত বন্দেগী করার জন্য। বেশি বেশি করে নেক আমলের সামিল হতে হবে। পাঁচ ওয়াক্ত নামায জামাতের সহিত আদায় করতে হবে। সহি শুদ্ধ ভাবে কুরআন তেলওয়াত পাঠ করতে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া চাইব আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে ইমান ও আমল নিয়ে কবরে যেতে পারি তাহলে আখেরাতে শান্তি পাব।
উপজেলা সদর মুজাহিদ কমিটির সভাপতি মাও. মুহা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ধানুয়া জামেয়া রহিমিয়া তালিমুল নেছারিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাও. আছলাম মিয়ার পরিচালনায় ওয়াজ করেন ঢাকা রামপুরা জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার কার্যকারি মুহতামিম আলহাজ মাও. মুকবুল হোসেনসহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগন।
পরে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।
৩ আগস্ট, ২০১৯।
