ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২৪৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে শনিবার (২৮ জানুয়ারি) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
আটকরা হলো- উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সেকান্দর রাঢ়ীর ছেলে রতন ওরফে রতন রাঢ়ী (৩৩), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন (৩২) ও মিজানের ছেলে রাকিব (২৪)।
এদের মধ্যে রতনের বিরুদ্ধে আগে ১২টি ও মনিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়া রতন একটি ও মনির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আটক আসামিদের কাছ থেকে ইয়াবা ছাড়াও দেশীয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি ভোরে ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই এনামুল ও এএসআই আনোয়ার হোসেন খবর পান- উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর (চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে) এলাকায় ১০/১৫ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে একটি বাগানে অবস্থান করছে। গোপনে এমন তথ্য পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই এনামুল হক ও এএসআই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে রতন ওরফে রতন রাঢ়ী, মনির হোসেন ও রাকিব নামে ৩জনকে আটক করতে সক্ষম হন। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় আটক আসামিদের কাছ থেকে ২৪৫পিস ইয়াবা, দেশীয় ৪টি ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও একটি কাটার উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অবৈধ দেশিয় অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মান্নান জানান, ডাকাতির প্রস্তুতিকালে রতন, মনির ও রাকিব নামে ৩ জনকে ২৪৫ পিস ইয়াবা, দেশিয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার অস্ত্রসহ আটক করে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে শনিবার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
২৯ জানুয়ারি, ২০২৩।