ফরিদগঞ্জে ভোট দিতে এসে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


নারায়ন রবিদাস
বাবার পক্ষে ভোট দিতে আসা হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে ফরিদগঞ্জে। আটক আইনুল ইসলাম রিয়াদ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের দিলদার হোসেন মিস্টারের ছেলে। তিনি ২০১৩ সালে এলাকার জামাল হোসেন হত্যা মামলার আসামি। তার বাবা এই নির্বাচনে ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আটক রিয়াদ পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি এই হত্যা মামলার আসামি। তবে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। গত রমজানের শুরুতে দেশে ফেরেন। তার বাবা ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি বাবার পক্ষে ভোট দিতে এলাকায় এসেছিলেন।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জমান জানান, গ্রেপ্তার রিয়াদকে ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।

২৮ জুলাই, ২০১৯।