ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট উদ্বোধন


ফরিদগঞ্জ ব্যুরো
ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হাজি আব্দুল আলী সুপার মার্কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং এজেন্ট পরিচালক রাসেল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার মোজাফফর হোসেন, এরিয়া ম্যানেজার শাখাওয়াত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির মুখলেছুর রহমান, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, কামরুজ্জামন সবুজ, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন মিজি, ব্যবসায়ী শাহাজান পাটওয়ারী, চাঁদপুর জেলা শাখা ম্যানেজার জামাল আবু নাসের, মোহাম্মদ আব্দুর প্রমুখ।
পরে অতিথিবৃন্দ অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।