বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত ও ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় জেলা পরিষদে দোয়া


স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ জোহর জেলা পরিষদ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, সচিব মো. মিজানুর রহমান, সদস্য মো. মুকবুল হোসেন মিয়াজীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।