বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে
স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার আয়োজনে ২৬ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২ দিনব্যাপী শিশু-কিশোরদের জেলা পর্যায়ের বাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামি ২২ ও ২৩ মার্চ সকাল ৯টা থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ৪টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপ ১ম থেকে ৩য় শ্রেণি, খ গ্রুপ ৪র্থ থেকে ৭ম শ্রেণি, গ গ্রুপ অষ্টম থেকে ১০ম শ্রেণি ও ঘ গ্রুপ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়। ২২ মার্চ সকাল ৯টা থেকে ক থেকে গ গ্রুপ পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা। ৪টি গ্রুপের একক অভিনয়, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুকে নিয়ে গান ও পল্লীগীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ক গ্রুপের জন্য ছড়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২য় দিন ২৩ মার্চ সকাল ৯টা থেকে ৪টি গ্রুপের নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশের গান, সাধারণ নৃত্য ও লোক নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন সব প্রতিযোগীদের বাছাই পর্বে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।