আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২০১৯ সালের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। গতকাল রোববার কলেজ মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমিনের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক এমপি ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপাধ্যক্ষ মহাসিন কবীর, কলেজের সহকারী অধ্যাপক আবু ইউছুপ প্রবন, সমীরন, কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক প্রদীপ সরকার প্রমুখ।
২৯ জুলাই, ২০১৯।