বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে

....................শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে দুইদিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখা। গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে জানতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে জানতে হবে। আমাদেরকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো পড়তে হবে এবং জাতির সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। যাতে তারা জাতির সঠিক ইতিহাস জেনে সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিশুরা যেভাবে সাংস্কৃকিত কর্মকান্ডে অংশ নিচ্ছে তাতে বাবা-মায়ের একটি বিরাট ভূমিকা রয়েছে। আর চাঁদপুরতো এমনিতেই শিল্প সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ডা. পীযুষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রসাশক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ও জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।