সরকারি সহায়তার নির্দেশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসককে।
শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন আহমেদ বাবু জানান, বাবুরহাটে অগ্নিকা-ের ঘটনা শোনার সাথে সাথে আমি শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করেছি। তাঁকে ক্ষয়ক্ষতির বিস্তারিত সব জানিয়েছি। তিনি ভয়াবহ এ অগ্নিকা-ের বিষয় জেনে খুবই মর্মাহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থাগ্রহণ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সে আলোকে জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ শাখায় যোগাযোগ করেছি। এখন অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ অনুসারে সহায়তা প্রদান করা হবে এবং এটি সহসাই করা হবে।
উল্লেখ্য, গত ৯ মার্চ শনিবার দুপুরে বাবুরহাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকা-ে ৩টি দোকানসহ ১২টি গোডাউন পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। বাজারে অবস্থিত গ্রামীণফোন টাওয়ারের জেনারেটর বিস্ফোরণ থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়।