বাবুরহাট স্কুল এন্ড কলেজে বাংলা বর্ষবরণ


স্টাফ রিপোর্টার
বাবুরহাট স্কুল এন্ড কলেজে ব্যবস্থাপনায় ঘটা করে বর্ষবরণ পালিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। বাবুরহাট বাজার হয়ে স্কুল থেকে কলেজ চত্বরে এসে র‌্যালি শেষ হয়। পরে মূল অনুষ্ঠান শুরু হয় বাবুরহাট কলেজের সবুজ চত্বরে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন এবং আনন্দধ্বনি’র অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু। এ সময় কলেজ এবং স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাবুরহাট স্কুলের ছাত্র-ছাত্রী এবং আনন্দধ্বনির সংগীত শিক্ষায়তন চাঁদপুরের শিল্পীরা দলীয় এবং একক পরিবেশনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে শিল্পী, অভ্যাগত অতিথি ও ছাত্র-ছাত্রীদের বাঙালি ঘরানায় ডাল-ভাত আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বাবুরহাট কলেজের চত্বরটি অনুষ্ঠান উপযোগী করে পরিকল্পিতভাবে সাজানোর কাজ চলছে। তাই এবারের অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া এবং উৎসাহের সৃষ্টি করে।