বালিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলেন শিক্ষামন্ত্রী


সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরর মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও চাল বিতরণ করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলেই দেশের অনেক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ আজ নিরাপদে জীবন-যাপন করছে। শেখ হাসিনা সরকার দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে। এজন্য ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। কোচিং বাণিজ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।