বিজয় মেলা মঞ্চে খেলাঘর, জয়ধ্বনি ও উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় পৃথক ৩টি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে খেলাঘর চাঁদপুর জেলা শাখার শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগে খেলাঘর জেলা কমিটির কর্মকর্তাদের হাতে বিজয় মেলার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন, মহাসচিব হারুন আল-রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরনসহ অন্যান্য কর্মকর্তারা। খেলাঘর জেলা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্যাম সুন্দর মন্ডল, মৃনাল সরকার ও রুমা সরকার।
রাত ৮টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় দ্বিতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জয়ধ্বনি সংগীতায়তন। সবশেষে রাত ৯টায় উদীচী চাঁদপুর জেলা সংসদের মনোজ্ঞ গীতিআলোখ্য অনুষ্ঠিত হয়।