বিশ্ব পর্যটন দিবসে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের বিশেষ সভা


প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব পর্যটন দিবস- ২০১৯ উপলক্ষে চাঁদপুরের পর্যটন এলাকা বড় স্টেশনের মোলহেডে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে’।
ক্লাব সচিব রো. বিশ্বজিৎ সাহার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রো. পিপি দেবান দও, রো. পিপি সৈকত পাল, রো. পিপি সিএম বিজয়, রো. আইপিপি অনয় দেবনাথ ধ্রুব, রো. অনিক চৌধুরী, রো. নাজমুল ইসলাম রাজ, সমাজসেবা পরিচালক রো. সুমাইয়া আক্তর, পেশা সেবা পরিচালক রো. রানা দাস, প্রধান সর্জেন্ট-এট-আর্মস রো. রূপক সাহা, সদস্য রো. বৈশাখী পোদ্দার, রো. নাভিনা আক্তার, রো. আফসানা আক্তর তন্বী, অতিথি রো. রাজিব দাস, রো. দ্বীন মো. দিলরাজ, রো. জয় ঘোষ, রো. জাহিদুল ইসলাম, রো. সামিউল প্রধান, রামিসা আক্তার, নাজরুল ইসলাম, সাখওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিশেষ সভার আলোচনা পর্বে ‘ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে’ এ বিষয়ে বিশদ আলোচনায় বক্তারা বলেন, ১৯৮০ সালে জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার বার্ষিক সম্মেলনে এই সংস্থা গঠনের দিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে জাতিসংঘের সব সদস্য দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এই দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকা-ের সম্প্রসারণের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও ভোক্তাশ্রেণি যাদের সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক সংস্থা বা আইইউওটিও। এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখে যার প্রেক্ষিতেই নিজেদের ও দেশের ভবিষ্যত উন্নয়নে সত্যিই অনেক সুযোগ রয়েছে পর্যটনে। এছাড়া পর্যটন কেন্দ্রে দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে ব্যানার, বিলবোর্ড, প্লেকার্ড তৈরী না করে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রথমে নিজেদের দিক থেকে সচেতন হয়ে নিজেদেরই অভিযান শুরু করতে হবে। তবেই আমাদের পর্যটন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

০১ অক্টোবর, ২০১৯।