ব্রাহ্মণসাখুয়ায় তাফসীরুল কুরআন মাহফিল


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ব্রাহ্মণসাখুয়ায় ২ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ও রোববার আল-ইসলাহ যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ব্রাহ্মণসাখুয়ার মোহাম্মদপুর ঈদগাহ ময়দানে মাহফিলে ১ম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মারকাযুত্ ত্বাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুফ্তী হাবিবুর রহমান মিছবাহ। ২ দিনে প্রধান অতিথির বক্তব্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা গেন্ডারীয়া জামে মস্জিদের খতিব মাও. মুফ্তি হেদায়েতুল্লাহ আজাদী।
ফরাক্কাবাদ জামিয়া কোরআনিয়া মুমিনবাড়ী মুহতামিম হাঢেজ মাও. কারী আমরাফ আলীর সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন আল-কারীম দারুল উলূম মাদরাসার মুহ্তামিম মাও. নুরুল আমিন জিহাদী, ঢাকা এবিয়েশন কোয়াটার জামে মসজিদের খতিব মুফ্তি জুনায়েদ আল হোসাইন, ঢাকা যাত্রাবাড়ী মীরহাজিরবাগ বড়বাড়ি জামে মসজিদের খতিব মাও. সফি উল্লাহ লহরী, চাঁদপুর মুফাচ্ছেরে কুরআন মাও. মুফ্তি নোমান আখতারসহ আরো অনেকে।
ওয়াজ ও দোয়ার মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। দেশের শান্তি ও সব মানুষের জন্য দোয়া করে আখেরি মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।