মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মজলিশপুর গ্রামে ডা. ওছমান গণি সরকার ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর হইতে মাহফিল শুরু হয়। মধ্যরাতে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
আলহাজ মরহুম ডা. ওছমান গণি সরকারের বড় ছেলে প্রাক্তন শিক্ষক আলহাজ মো. তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন মাও. মুফতী আলমগীর হোসেন রুহানী, মাও. মোহাম্মদ সফিউল্লাহ, মাও. মোহাম্মদ রবিউল ইসলাম, হাফেজ মো. হারুনুর রশিদ (অন্ধ বক্তা) প্রমুখ। মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. এ কে আজাদ (কামাল)। মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এদিকে বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, প্রয়াত চিকিৎসক ডা. ওছমান গণি সরকারের করব জিয়ারত, দুপুরে এতিম ছাত্রদের খাওয়ানো হয়।
