মতলব উত্তর ব্যুরো
প্রাথমিক শিক্ষার মানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) শীর্ষক এ প্রকল্পের আওতায় পাঠদানের আধুুনিক ও উন্নত প্রযুক্তি চালু করা হয়। পাঠ্যপুস্তক উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের খাবারের বিষয়টিও প্রাধান্য দেয়া হয়েছে এ প্রকল্পে।
গত রোববার মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ অর্থায়নে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশীদের পরিচালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া।
উদ্বোধনকালে মাহফুজ মিয়া বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষ নির্মাণ, সব শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, আইসিটি শিক্ষার মানোন্নয়ন সব মিলিয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এ প্রকল্প নেয়া হয়েছে। বর্তমান সরকার এসডিজি অর্জনের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য সামনে রেখেই চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির এ পরিকল্পনা।
এসময় উপস্থিত ছিলেন উদ্ধমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন মিয়া, ছোটহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মানসুরা আক্তারসহ শিক্ষকবৃন্দ।
৯ জুলাই, ২০১৯।