মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে ২শ’ ২২ পিস ইয়াবাসহ আবুল বাশার (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপাদী উত্তর ইউনিয়নের আব্দুল মতিন মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
বাশার মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের চাঁন মিয়া বেপারীর ছেলে। এলাকাবাসী জানান, সে কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছে।
জানা যায়, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল ও এসআই চৌধুরী আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আবুল বাশারকে আটক করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রষ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।