আ.লীগ সরকার ক্ষমতায় আসলেই সব ধর্মের মানুষ নিরাপদে থাকে
মাহফুজ মল্লিক
মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে ও নিরাপদে থাকে। সব ধর্ম-বর্ণের মানুষ তাদের আনন্দ ও উৎসব করতে পারে। বিএনপি-জামায়াত সরকার আমলে সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ অশান্তির মধ্যে ছিল। তাই সব ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা প্রদানের জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
মতলব দক্ষিণে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে এসি মিজান তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তাদের এ উৎসব পালন করতে গিয়ে কোথাও কোন বাধার সম্মুখীন হয়নি এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনাও ঘটেনি। চাঁদপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) গত ২৩ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা সদরের জগন্নাথ দেব মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সারা বাংলাদেশে এক নজির সৃষ্টি হল এই মতলবের জগন্নাথ দেব মন্দির, কারণের পাশেই রয়েছে মতলব বাজারের ঐতিহাসিক শাহী জামে মসজিদ। মসজিদ এবং মন্দির পাশাপাশি থেকে সবাই নিজ ধর্মীয় কাজ শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। আর এটাই হলো সম্প্রীতির এক দৃষ্টান্তমূলক উদাহরণ। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। আমরা নেত্রীর নির্দেশ পালন করতে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোউৎব সুন্দর ভাবে পালন করেন এটাই আমাদের কামনা।
মতলব বাজার জগন্নাথ দেব মন্দিরে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিজয় বণিকের সভাপত্বিতে এবং গনেশ ভৌমিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা, জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রায় নাগ, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক দেওয়ান মো. পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল জামান ইয়ার প্রমুখ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সহ-সভাপতি প্রফেসর নারায়ন সাহা, জগন্নাথ দেব মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষসহ মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে তিনি বরদিয়া কেদারেশ্বর চক্রবর্তী বাড়ী, বোয়ালিয়া হরিসভা মন্দির, কলাদী হরিসভা মন্দির, ঘোষপাড়া পূজা মন্ডপ, চন্দন সাহা বাড়ীর পূজা মন্ডপসহ মতলব পৌরসভা ও ইউনিয়নের সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় প্রত্যেকটি মন্ডপে ওনার ব্যক্তিগত তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৫ অক্টোবর, ২০২৩।