মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আ.লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে তারিখ, মাস ও বছরে ৫১ বছর মিলে যায়। ঐক্যের বিকল্প নেই। ১৯৭১ সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনি চাঁদপুর জেলা আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ঝাঁপিয়ে পড়বো- এটাই হোক আজকে আমাদের শপথ। আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, মঞ্জুর আহমেদ, যুগ্ম-সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, আইন বিষয়ক সম্পাদক রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী রানু বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক পরান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক প্রমুখ।

২৮ মার্চ, ২০২২।