মৈশাদীতে ব্যাংক এশিয়ার উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে করোনা প্রতিরোধে আউটলেট হতে গণসচেতনতামূলক মাস্ক, সাবান, হ্যান্ড গ্ল্যাভস, লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মৈশাদী বাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ে আগত সবাইকে করোনা প্রতিরোধে এসব সামগ্রী বিতরণ করেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
এ সময় বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া করোনা প্রতিরোধে ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে এসব সামগ্রী সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণের ব্যবস্থা নেন তিনি।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, বর্তমান সময়ের কথা চিন্তা করে যার যার অবস্থান থেকে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক প্রচার অব্যাহত রাখলে দ্রুত আমাদের দেশ করোনা মুক্ত হবে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে করোনার আতঙ্ক নিয়ে সবার দিন কাটছে, বসবাস করছে। আমাদের দেশে শিশু থেকে শুরু করে সবাই এখন করোনার আতঙ্কে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধের জন্য ব্যাপক প্রদক্ষেপ হাতে নিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী মৈশাদীতে বিদেশফেরত ব্যক্তিদের সব সময় মনিটরিং করা হচ্ছে। মৈশাদীর সর্বস্তরের চায়ের দোকান ও হোটেলে কোন প্রকার গণসমাবেশ যাতে না করতে পারে, সেজন্য ব্যাপক পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। সর্বস্তরের মানুষের সচেতনতার জন্য মৈশাদী পরিষদের পক্ষে থেকে প্রতিনিয়ত করোনা প্রতিরোধে প্রচারণা করা হচ্ছে।