শাহমাহমুদপুরে বাকের খন্দকারের মায়ের কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের খন্দকারের মা নুর জাহান বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় শাহতলী খন্দকার বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, উপজেলা বিএনপির সভাপতি দেওয়ার মোহাম্মদ সফিকুজ্জামান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিএনপি নেতা হাশেম রুশদী, জাহাঙ্গীর আলম খান, আজিজ মিজি, যুবদল নেতা নজরুল ইসলাম, নাহিদ হায়দার খান, যুবলীগ নেতা মালেক হোসেন মুন্নাসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাও. ইয়াছিন।

১৫ জুলাই, ২০১৯।