শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাউন্ডের স্বল্পতা নিয়ে ক্ষোভ!

চাঁদপুর সরকারি মহিলা কলেজে

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাউন্ডের স্বল্পতা কারণে ডা. দীপু মনি এমপির বক্তব্য শুনতে না পেরে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি। শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন প্রিয় মানুষ ডা. দিপু মনির বক্তব্য শুনার জন্য। কিন্তু আয়োজকদের কার্পণ্যতার কারণে মাত্র ২টি সাউন্ড বক্স দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। ঐ সাউন্ড বক্সের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছায়নি। ফলে পিছনে থাকা অভিভাবক ও শিক্ষার্থীরা ডা. দীপু মনির বক্তব্য স্পষ্ট শুনতে পারেননি। ফলে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
শিক্ষামন্ত্রীর মতো একজন গুণী ব্যক্তিত্বের অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের এমন কার্পণ্যে অনেকই বিষ্মিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে এসব বিষয়ে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেকেই।