শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় কল্যাণপুরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রোগমুক্তি কামনায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খানের উদ্যোগে শুক্রবার (১১ ডিসেম্বর) বাদজুমা ইউনিয়নের ৪টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সফরমালী উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শরীফ হোসেন। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি, আওয়ামী লীগ নেতা জিএম শফিকুল ইসলাম শফু, শফিকুর রহমান বেপারী, মমিন বেপারী, ইসহাক খান, মোস্তফা বেপারী, শরিফ খান, হুমায়ুন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।
১৩ ডিসেম্বর, ২০২০।