শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদআছর মন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলার বিশিষ্ট আলেমরা মন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে কোরআন খতম শুরু করেন।
কোরআন খতম শেষে ড. তৌফিক নেওয়াজের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাও. নেছার আহমেদ। কোরআন খতম, মিলাদ ও দোয়ায় অংশ নেন অধ্যক্ষ মাও. আবু জাফর মো. মাইনুদ্দিন, অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, মাও. আ. রাজ্জাক, মাও. হেলাল উদ্দিন, মাও. আ. হান্নান, মাও. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, মহিবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, মন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ড. তৌফিক নেওয়াজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।