শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমপির উদ্যোগে লক্ষ্মীপুরে ইফতার ও দোয়া মাহফিল


আল আমিন ছৈয়াল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমপির উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ কার্যালয় এ ইফতার ও দোয়া মাহফিল হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজি ও যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান বাদল।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মো. ছায়েদ আলী আখন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক মাঝি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আরিফ শেখ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. টিটু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি বেগম, সাধারণ সম্পাদক সীমা আক্তার, ইউপি সদস্য মো. হোসাইন বেপারী, হাজি নান্নু শেখ, আ. জলিল মাঝি, শফিকুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহরিয়া রশিদীয়া ইসলামীয়া মাদ্রাসা মুহতামিম মাও. আ. বাকি।