মতলব উত্তর ব্যুরো
নাগরিক সেবায় শ্রেষ্ঠ এসি (ল্যান্ড) পুরস্কার পেয়েছেন মতলব উত্তরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশীস ঘোষ। গত মঙ্গলবার সকালে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়।
কর্মক্ষেত্রে সৎ ও পরিচ্ছন্ন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই পদক প্রাপ্তিতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাধুবাদ জানিয়েছেন।
