শ্রেষ্ঠ এসি (ল্যান্ড) পুরস্কার পেলেন মতলব উত্তরের শুভাশীষ ঘোষ


মতলব উত্তর ব্যুরো
নাগরিক সেবায় শ্রেষ্ঠ এসি (ল্যান্ড) পুরস্কার পেয়েছেন মতলব উত্তরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশীস ঘোষ। গত মঙ্গলবার সকালে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়।
কর্মক্ষেত্রে সৎ ও পরিচ্ছন্ন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই পদক প্রাপ্তিতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাধুবাদ জানিয়েছেন।