
চাঁসক’র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
এস এম সোহেল
কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদ মুক্ত রাখতে আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামি দিনগুলোতে শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানার্জনের পাশাপাশি তারা যেন মানবিকতা, নৈতিক গুণাবলী সম্পন্ন হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্যে আমরা চেষ্টা করছি। গতকাল শনিবার সকাল ১১টায় চাঁদপর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। জীবনকে সুন্দর করেতে সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। তোমরা খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছো। এ মনোভাবকে জীবনের চলার পথে কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি। চাঁদপুর সরকারি কলেজের সাথে আমার আত্মার সম্পর্ক। কারণ, আমার মা এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন। জাতির পিতার রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরায়ার্দী এ কলেজের কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ কলেজটির পরিবেশ অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত। কলেজের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, শিক্ষার মানেও কলেজটি বেশ এগিয়েছে।
তিনি আরো বলেন, আমরা চাই সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদসহ যত নেতিবাচক দিক আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীদের, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত রাখতে হবে। আমরা আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই মান নিয়ে আসবে পারবো। যার মাধ্যমে আমরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং আমাদের দেশে এই যে জঙ্গিবাদ, মৌলবাদের মধ্য থেকেও শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবে। সন্ত্রাসের হাত থেকে মাদকের হাত থেকে মুক্ত থাকতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই ক্রীড়া, সংস্কৃতি চর্চার বিরাট অবদান রয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ করিম বাবু, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিয়াজীসহ আরো অনেকে।
কলেজের সহযোগী অধ্যাপক রুপক রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন।
এছাড়া দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। চাঁদপুর সরকারি মহিলা কলেজের ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ।