স্টাফ রিপোর্টার
গত শনিবার দৈনিক জনকণ্ঠে ‘চতুরঙ্গ’ নামের কলামে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক সফিকুর রহমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। আর সেইসব মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর বিকেল ৪টায় জেলা আওয়ামী কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. মাহফুজুর রহমান টুটুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিমুল হাসান শামনুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের সদস্য মাইনুল হায়দার চৌধুরী, শেখ নজরুল ইসলাম বাদল, জাহাঙ্গীর হোসেন বেপারী, আব্দুল মালেক চৌধুরী, ওহিদুর রহমান বাবু প্রমুখ।
সভায় জেলা, সদর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজ আমরা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছি। চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক সফিকুর রহমান সাহেব স্কুল ও কলেজ এমপিওভূক্ত নিয়ে গত শনিবার জনকণ্ঠ পত্রিকায় একটি উপ-সম্পাদকীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে মিথ্যাচার করেছেন। এই বিষয়টি নিয়ে জাতিয় পত্রিকা ও টেলিভিশনের খবর এবং টকশোতে বলা হয়েছে শিক্ষামন্ত্রী জোষ্ঠ্যতার ভিত্তিতে স্কুল ও কলেজ এমপিওভূক্ত করাচ্ছেন। এখানে কোন প্রকার পক্ষপাতিত্ব করা হয়নি। কিন্তু এই বিষয়টি নিয়ে সাংবাদিক সফিকুর রহমান মিথ্যাচার করেছেন।
তারা আরো বলেন, সাংবাদিক সফিক সাহেব কোন নেতাকর্মীদের খবর রাখেন না। আর তিনি অন্যকে নিয়ে সমালোচনা করেন। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই মিথ্যা বক্তব্য প্রত্যাহার না করলে চাঁদপুর জেলা যুবলীগ আপনাকে টেনে রাস্তায় নামাবো। বিএনপি-জামায়াত ও মাদকসেবীদের নিয়ে আপনি রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করুন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক শফিকুর রহমানের মিথ্যাচারের বিরুদ্ধে চাঁদপুরে যুবলীগের প্রতিবাদ সভা