মানিক দাস
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের জামিন নামঞ্জুর করা হয়েছে। গতকাল রোববার এহছানুল হক মিলনের পক্ষের আইনজীবীরা তার ৩টি মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। ৩টি মামলার বিচারক চাঁদপুর জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হয়। বিচারক ৩টি মামলায় এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, মিলনের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা কচুয়া, চাঁদপুর সদরসহ বিভিন্ন স্থানে ২৬টি মামলা রয়েছে। এর ভেতর একটি খুনের মামলাও আছে। এসব মামলার মধ্যে তিনি ৭টি মামলায় জামিনে রয়েছেন। ১৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকি দু’টি মামলার কার্যক্রম চলমান। গ্রেফতারি তালিকাভুক্ত তিনটি মামলায় তাকে গত শুক্রবার গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজমের আদালতে উপস্থাপন করা হয়। যে তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেগুলো হচ্ছে- এসসি ৯৩/১৫ এবং এসসি ২১২/১৫ ও জিআর ১৪/১৫ নম্বর মামলা।
গতকাল রোববার বাকি মামলার জামিন শুনানির জন্য তাকে চাঁদপুর জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা থাকলেও তাকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতেই মামলার কাজ পরিচালনা করা হয়।
তার পক্ষে আইনজীবী ছিলেন সাবেক পিপি অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. কামালউদ্দিন আহমেদ, অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. জাহাঙ্গীর খান ও অ্যাড. মাইনুল ইসলাম।
আনম এহছানুল হক মিলনের সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবী সাংবাদিকদের জানান, এহছানুল হক মিলন উচ্চ আদালত থেকে আটক মামলাগুলোতে জামিনে রয়েছেন। তিনি আশা করেন নি¤œ আদালতও তাকে জামিন দিবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে শ্রদ্ধা করি বলেই আশাবাদী। মিলন যে কোন মুহূর্তে জামিন পেয়ে চাঁদপুর-১ নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মিলন এর আগে বিভিন্ন মামলায় প্রায় দেড় বছর জেল খেটে বিদেশ পাড়ি জামায়। এসময় তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি গোপনে সম্প্রতি দেশে এসে আত্নগোপন করে থাকেন। তিনি চাঁদপুর-১ নির্বাচনী এলাকা তথা কচুয়া থেকে আগামি নির্বাচনে বিএনপি’র টিকেটে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। এর আগেও তিনি চাঁদপুর-১ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশে ফিরে গত ১৩ নভেম্বর থেকে তিনি চট্টগ্রামে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। এর মধ্যে গত ১৮ নভেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করার জন্য নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন। আজ সোমবার আদালত এহছানুল হক মিলনের গ্রেফতারিকৃত ৩টি মামলার শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের জামিন নামঞ্জুর
Post navigation

