স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আ.লীগের কর্মসূচি পালন

আ.লীগ তিলে তিলে গড়া রাজনৈতিক দল
………….নাছির উদ্দিন আহমেদ
ভাড়াটিয়া হাইব্রিড আনলে লোক বাড়বে, ভোট নয়
………..আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (স্বাধীনতার ৫০ বছর পূর্তি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্যা নেতা-কর্মীরা। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ কার্যালয়ের সামসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবো এই হোক আমাদের আজকের শপথ। শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নে রোল মডেল। অনুপ্রবেশ কারীদের চিহ্নিত করে তাদের বিতারিত করে দলকে কলঙ্ক মুক্ত করকে হবে। ভূমিদস্যু ও বালুদস্যুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। বাপের চেয়ে চাচা বড় না, আজকে দেখি উড়ে এসে জুড়ে বসেছে অনেককে। এখন আর টোকেনের রাজনীতি চলবে না। আওয়ামী লীগ তিলে তিলে গড়া রাজনৈতিক দল। ত্যাগীদের মূল্যায়ন ও স্থান দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, ঐক্যের বিকল্প নেই। ভাড়াটিয়া হাইব্রিড আনলে ভোট বাড়বে না, লোক বাড়বে। ১৯৭১ সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনি চাঁদপুর জেলা আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ঝাঁপিয়ে পড়বো এটাই হোক আজকে আমাদের শপথ। আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সর্দার, ইঞ্জিনিয়ার আব্দুর রব, মঞ্জুরুল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাবিয়া, রানু বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, আওয়ামী লীগ নেতা ছিদ্দিক ঢালী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, মৎস্যজীবী লীগ নেতা মালেক দেওয়ানসহ আরো অনেকে।
এরপর সকাল সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র‌্যালি বের করে অঙ্গীকারের পাদদেশে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জুমা বিভিন্ন মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা শেষে তাবারক বিতরণ করা হয়।
২৮ মার্চ, ২০২১।