আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট ট্রাক ও লড়ি এবং কভার ভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় হরিণা ফেরিঘাট কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পশ্চিম-উত্তর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাজি আবুল বাসার, কেন্দ্রিয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাজী মোতাহের হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো. তাজুল ইসলাম, চাঁদপুর জেলা ট্রাক লড়ি শ্রমিক পরিবহনের সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মন্টু, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান ভূঁইয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, কার্যকরি সদস্য হারুনুর রশিদ, হরিণা ফেরিঘাট শ্রমিক পরিবহনের সভাপতি মো. দেলোয়ার হোসেন গাজী, সাধারণ সম্পাদক মহসিন চকিদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ গোলদার, সাংগঠনিক সম্পাদক মোবারক রাঢ়ি, দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রাঢ়িসহ আরো অনেকে।
এসময় হরিণা ফেরিঘাট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২৯ জুলাই, ২০১৯।