হাইমচরে আতিক পাটওয়ারীর পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময়


সাহেদ হোসেন দিপু
গত রোববার হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আতিকুর রহমান পাটওয়ারী উপজেলার বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, হাইমচরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনি এমপির স্বামীর সুস্থতার জন্য সবাই দোয়া ও প্রার্থনা করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে মানুষের সেবা করতে পারে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমি জেলা পরিষদ থেকে হাইমচরে সব মন্দিরে আর্থিক সহযোগিতা এনে দিয়েছি। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আগামি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। দলীয় মনোয়নের জন্য আপনাদের গোপনে তথ্য নেয়ার জন্য আসলে আমার দ্বারা আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে আমার কথা বলবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে পূজামন্ডপের যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবো।
এসময় তার সাথে ছিলেন হাইমচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, ইউপি সদস্য মো. কাউসার বেপারী, আলমগীর তহবিলদার, মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান খান, যুবলীগ নেতা সোহাগ মাঝি, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজী মো. সুজন, ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ আহম্মদ, জসিম গাজীসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

০৯ অক্টোবর, ২০১৯।