হাইমচরে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাহেদ হোসেন দিপু
হাইমচরে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহযোগিতায় আয়োজিত সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও চাঁদপুর এলজিইডি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নুর উদ্দিন মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের আন্তরিকতায় আমরা যেন প্রতিটি ঘরের দরজায় সরকারের সেবা পৌঁছে দিতে পারি। সব ভেদাভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। হাইমচরকে গোটা দেশের কাছে আধুনিক উপজেলা হিসেবে পরিচিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, মেডিকেল অফিসার আল মামুন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ আলী মাস্টারসহ উপজেলা পরিষদ ও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
১০ সেপ্টেম্বর, ২০২০।