হাইমচর ব্যুরো
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ ১জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চরভৈরবী এলাকা থেকে মাওয়ায় ৫০ হাজার মিটার জাল পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদী থেকে হাইমচর কোস্টগার্ড সিনিয়র চীফ পিটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে এ জাল এবং আসামিকে আটক করা হয়।
আটক করা হয় চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকার ছৈয়দ মোল্লার ছেলে মনির মোল্লা (১৮) কে। পরে আটক জাল কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকসহ সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক আসামিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের কাছে হস্তান্তর করা হয়।
হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলাম জানান, আমি আজই নতুন এখানে যোগদান করেছি। জাল পাচার হওয়ার সংবাদ পেয়ে মেঘনায় অভিযান চালিয়ে তেলির মোড় মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল, একটি নৌকা এবং ১ জনকে আটক করতে সক্ষম হয়েছি। জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি। নৌকাটিকে জব্দ করা হয়েছে ও আটক আসামিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেছি।
তিনি মা ইলিশ রক্ষায় হাইমচরের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

