মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায়

সাহেদ হোসেন দিপু
হাইমচরে কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ৪৫০ জন জেলের মাঝে এ সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, ডা. দীপু মনির মাধ্যমে এ বছরে ৬ হাজার জেলের জন্য উপকরণের অনুমোদন করাতে পেরেছি। এখন ৪৫০ জন জেলেকে সেলাই মেশিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ বছরই বাকি জেলেদের মাঝে সেলাই মেশিন দেয়া হবে। আপনারা অভিযান চলাকালীন সময়ে নদীতে জাটকা ইলিশ এবং মা ইলিশ নিধন করা থেকে বিরত থাকবেন। নিজেরা অভিযানকে স্বাগত জানিয়ে নদীতে মাছ ধরবেন না কাউকে ধরতেও দিবেন না।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া।
এসময় মৎস্য অফিস কর্মকর্তাবৃন্দসহ জেলে ও জেলে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।