হাইমচরে পূজামন্ডপ পরিদর্শনে ডা. জেআর ওয়াদুদ টিপু


হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু। গতকাল রোববার সন্ধায় উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির এবং কমলাপুর দুর্গাদেবী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কমলাপুর দুর্গাদেবী মন্দিরে জাতীয় পর্যায়ে নৃত্যে ১ম স্থান অধিকারী দোলা দাস দেওয়ানকেও তিনি শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. হাফিজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম-আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

০৭ অক্টোবর, ২০১৯।