হাইমচরে মেম্বারের তালিকায় আত্মীয়করণ

স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলা আলগী উত্তর ইউনিয়নে ১নং ওয়ার্ডে করোনা সহায়তা প্রদানে মেম্বারের তালিকায় পরিবার ও আত্মীয়করণের অভিযোগ পাওয়া গেছে। করোনায় আক্রান্ত দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য ১১ মেট্রিক টন চাল পরিবার প্রতি ১০ কেজি করে তালিকা প্রণয়নে আলগী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আবুল খায়ের দেওয়ানের দেয়া ৪০ জন সুবিদাভোগীর তালিকায় তার নিকটাত্মীয় ও একই পরিবারে একাধিক নাম (পরিবারকরণ) দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মেম্বার পরিবার ও আত্মীয়করণের অভিযোগ স্বীকার করে বলেন, একই পরিবারের লোকজনের নাম তালিকায় দেয়া ঠিক হয়নি।
ইউনিয়ন পরিষদে মেম্বারের দেয়া তালিকায় ৪০জন সুবিদাভোগীর নাম যাচাইতে দেখা যায়, ১নং ওয়ার্ডের আলামিন খাঁন, শফিক খান ও শাহআলম সর্বপিতা মোবারক খাঁন, মোবারক খাঁন, পিতা হেদায়েত উল্লাহ খাঁন, খুরশিদা বেগম, স্বামী মোবারক খাঁন একই পরিবারের ৫ জন। একই ওয়ার্ডের আহছান গাজির ৩ ছেলে চাঁন মিয়া, মো. তারা মিয়া ও সুরুজ মিয়া। ৩জন চাঁন, তারা ও সূর্য নামে তিন জন এবং হালেমা বেগম (স্বামী আবুল কালাম) ও আবুল কালাম (পিতা ফাজিল গাজি), স্বামী-স্ত্রী’র নামের তালিকা পাওয়া গেছে।
নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারীর একান্ত আস্থাভাজন ইউপি সদস্য আবুল খায়ের দেওয়ান সরকারি ত্রাণসহ অন্যান্য বরাদ্দ বিতরণে দীর্ঘদিন থেকে পরিবার ও আত্মীয়করণ করে আসছে এবং সরকারি বরাদ্দ প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ না করে আত্মীয়-স্বজনের মাঝে বিতরণ করে থাকেন। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা ২৫শ’ টাকা তালিকা প্রণয়নেও তার বিরুদ্ধে এলাকায় পরিবার ও আত্মীয়করণের অভিযোগ রয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা হতে ইউনিয়ন পরিষদে করোনায় বরাদ্দকৃত চাল বিতরণ শুরু হয়। চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন উপজেলা প্রকৌশলী সমির কুমার পালিত। পরিবার ও আত্মীয়করণের বিষয়ে তিনি বলেন, মেম্বারের তালিকায় একই পরিবার ও আত্মীয়করণের মতো নাম যাচাই করে চাল বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা সহায়তা তালিকা নিয়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বেচ্ছাচারিতা করছে। যে যার মত করে আত্মীয়করণ করছে বলে তার কাছেও অভিযোগ রয়েছে। ইউনিয়নে বরাদ্দ ১১ মেট্রিক টন চাল ১১শ’ পরিবারের মাঝে বিতরণের জন্য তালিকা প্রণয়ন করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ প্রথম দিনে ৩৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি চাল শনিবার বিতরণ করা হবে। ১নং ওয়ার্ড মেম্বার আবুল খায়ের দেওয়ানের তালিকায় পরিবার ও আত্মীয়করণ বিষয়ে তালিকা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারী জানান, করোনা সহায়তায় তালিকা প্রণয়নে ১নং ওয়ার্ড মেম্বার আবুল খায়ের দেওয়ানের তালিকায় পরিবার ও আত্মীয়করণের বিষয়ে শুক্রবার যাচাই-বাছাই করবো। আপনারাও আসবেন। যদি সে একান্নবর্তী পরিবার ও আত্মীয়করণ করে, তার বিচার করা হবে।
ইউপি সদস্য আবুল খায়ের দেওয়ান পরিবার ও আত্মীয়করণের অনিয়ম স্বীকার করে বলেন, লোকজন বেশি, কিন্তু বরাদ্দ কম। তাই সবাইকে দিতে পারি না। মোবারক খানের পরিবারের ৫ জনসহ একই পরিবারে একাধিক ব্যক্তিকে দেয়া ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।

২১ মে, ২০২০।