হাইমচরে যুবলীগ নেতা আব্দুল লতিফ কবিরাজের দাফন সম্পন্ন

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার যুবলীগের সাবেক সহ-সভাপতি, জেলা যুবলীগের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমানের বড় ভাই যুবলীগ নেতা আব্দুল লতিফ কবিরাজ জানাজা সম্পন্ন হয়েছে। হাইমচর উপজেলা যুবলীগ নেতা আব্দুল লতিফ কবিরাজ গত শুক্রবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গত শুক্রবার বিকেল ৫টায় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগের পরিচালনায় শোকাহত পরিবারের শান্তনা দিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমদ্দার, সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ জাহান মিয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, মরহুমের বড় ভাই শাহজাহান কবিরাজ ও ছোট ভাই আব্দুর রহমান কবিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও মো. বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, সাবেক সভাপতি আতিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী মরহুম আব্দুল লতিফ কবিরাজের ছেলে-মেয়েদের লেখা-পড়ার দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি মরহুমের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ কবিরাজে মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আছে।
শোক প্রকাশ
দৈনিক ইল্শেপাড়ের হাইমচর উপজেলা ব্যুরো ইনচার্জ আব্দুর রহমানের বড় ভাই যুবলীগ নেতা আব্দুল লতিফ কবিরাজের মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সহ-সম্পাদক মনির হোসেন, চীফ রিপোর্টার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খানসহ দৈনিক ইল্শেপাড় পরিবারের সব সদস্য।