হাইমচর ব্যুরো :
হাইমচরে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপতিত্বে ও স্থানীয় সরকার জেলা সমন্বয়কারী মঈনুদ্দিন মামুনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির ও সেলিনা আক্তার সেফালি, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, হাবিবুর রহমান গাজি ও সালাউদ্দিন সরদার, মনির আহমেদ দুলাল। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।