প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনার আত্মপ্রত্যয়ী বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সোপানে বাংলাদেশ। সারাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুদ্ধি অভিযান চলছে। চাঁদপুরসহ এই শুদ্ধি অভিযান অব্যহত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় কোন দুর্নীতিবাজদের ঠাঁই নেই।
গতকাল রোববার হাইমচর উপজেলার জগন্নাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা নেছার আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমনসহ হাইমচর উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।
০৭ অক্টোবর, ২০১৯।